গানঃ ভয়
দেখাস না প্লিজ
শিল্পিঃ
সুনিধী চৌহান
সিনেমাঃ
হাওয়া বদল
_______________________________________________________________________________
ভয় দেখাস না
প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর
দুচোখের রোদ
ফিরতে মানা
করবে সেই, ভয় পাই।
এই শরীরটাই যা তুই চিনিস,
বাদবাকি আমি
আনকোরাই।
জোর করে তবু
সই পাতাই
গল্প বানাই মন গড়াই।
আমার অন্য
রাজ্যপাট
আমি ঘর
পালানো পাখির, ছদ্মবেশ।
তোর কাঁধেতে বসে আর গান শোনাবো
পাই যদি
আদেশ...
অনেক রাতের
পর
খেলনা বাটির
লোভ দেখাস যদি
আবার ফিরব
ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভূলে গেলে
তুই
হাতরে
ফিরবো, অন্ধকারের গান,
জমলে ধুলো
গায়,
জোছোনায় করবো স্নান।
জমলে ধুলো
গায়
জোছোনায়,
করবো স্নান।
তুই একফালি আকাশ
আমি ভূল করে
ঢোকা একলা শঙ্খচিল।
তুই আমার
বাতাস
জানি ফেরার
পরে তুই আমায়
হাটতে
দেখলেও চিনবি না।
তোর দেওয়া এই ডাকনামে
ভূল করেও আর
ডাকবি না।
শুধু কোন
বাদলা দিনের ভোর
তোর স্বপ্নে
ঊড়বে কাঁচপোকাদের ভুল।
ঘুমে কাদবি
তুই
আর বলবো আমি
বদলানোর মাশুল।
অনেক রাতের
পর
খেলনা বাটির
লোভ দেখাস যদি
আবার ফিরব
ঘর
ঠোঁট ফুলিয়ে
ছোট্ট এই নদী।
ভূলে গেলে
তুই
হাতরে
ফিরবো, অন্ধকারের গান,
জমলে ধুলো
গায়,
জোছোনায়
করবো স্নান।
জমলে ধুলো
গায়
জোছোনায়,
করবো স্নান।
ভয় দেখাস না
প্লিজ
আমি বদলে
গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর
দুচোখের রোদ
__________________________________________________________________________
_______________________________________________________________