Showing posts with label Voi Dekhas Na Please. Show all posts
Showing posts with label Voi Dekhas Na Please. Show all posts

Saturday, 27 July 2013

ভয় দেখাস না প্লিজ lyrics (Lyrics Of Voi Dekhas na Please)



Lyrics Of 'Voi Dekhas Na Please'

গানঃ ভয় দেখাস না প্লিজ
শিল্পিঃ সুনিধী চৌহান
সিনেমাঃ হাওয়া বদল
 _______________________________________________________________________________

ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দুচোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই।
এই শরীরটাই যা তুই চিনিস,
বাদবাকি আমি আনকোরাই
জোর করে তবু সই পাতাই
গল্প বানাই মন গড়াই
আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির, ছদ্মবেশ।
তোর কাঁধেতে বসে আর গান শোনাবো
পাই যদি আদেশ...

অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরব ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভূলে গেলে তুই
হাতরে ফিরবো, অন্ধকারের গান,
জমলে ধুলো গায়,
জোছোনায় করবো স্নান।
জমলে ধুলো
গায় জোছোনায়,
করবো স্নান।
তুই একফালি আকাশ
আমি ভূল করে ঢোকা একলা শঙ্খচিল
তুই আমার বাতাস
তবু ফিরতেই হবে বল দেখি মুশকিল
জানি ফেরার পরে তুই আমায়
হাটতে দেখলেও চিনবি না।
তোর দেওয়া এই ডাকনামে
ভূল করেও আর ডাকবি না।
শুধু কোন বাদলা দিনের ভোর
তোর স্বপ্নে ঊড়বে কাঁচপোকাদের ভুল
ঘুমে কাদবি তুই
আর বলবো আমি বদলানোর মাশুল।

অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরব ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভূলে গেলে তুই
হাতরে ফিরবো, অন্ধকারের গান,
জমলে ধুলো গায়,
জোছোনায় করবো স্নান
জমলে ধুলো
গায় জোছোনায়,
করবো স্নান।

ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দুচোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই।
 __________________________________________________________________________

 _______________________________________________________________