Saturday 27 July 2013

Tor Godhuli Uthone Full Lyrics



Tor Godhuli Uthone Full Lyrics

 গানঃ তোর গোধূলি উঠোনে
শিল্পিঃ রুপম ইসলাম
সিনেমাঃ সুইটহার্ট
 ___________________________________________________________________

রোজ ভূল ভুল করে
তোর কথা মনে পড়ে, বে খেয়াল
রোজ ভূল ভুল করে
তোর কথা মনে পড়ে, বে খেয়াল।
রোদ ভেঙ্গে কার্নিশে
পায়ে পায়ে অভ্যেসে, চার দেওয়াল।
আবছায়া ছায়া মায়া ছুয়ে ফিরে যায়,
(তোর গোধুলি উঠোনে,
দেখ আজও এক কোনে
কিছু কথারা গোপনে
হাত বাড়ায়।)—২

শহুরে রাত্রি মেখে শহর অসহায়...
হয়ত স্বাক্ষী রাখে তাকেই এই সময়, এই সময়।
অজথা যে ক্ষত, পুষেছি প্রথা মত।
হৃদয়ে নিরুপায়।
তবুও বিশ্বাসে, গিটারে গান ভাসে,
হারানো বন্ধুতায়।
তাই ভাবি... আজও... দাও বিবাগী অপচয়।
(তোর গোধুলি উঠোনে,
দেখ আজও এক কোনে
কিছু কথারা গোপনে
হাত বাড়ায়।)—২

যদিও ব্যক্তিগত তবু স্পষ্টতাই...,
আসলে চাইছি তোকে শরিরে, শিরায়, শিরায়...
জেনেযা কোনোমতে হেটেছি গলি পথে,
ইচ্ছের যন্ত্রনায়।
এবারে যাই ছুয়ে কান্না দাগ ধুয়ে
ফিরে আয় উষনতায়...
যদি ভেসে... যেতে... রাজি,
তবে খুজে নিস।
(তোর গোধুলি উঠোনে,
দেখ আজও এক কোনে
কিছু কথারা গোপনে
হাত বাড়ায়।)—৪

 ___________________________________________________
__________________________________________________

ভয় দেখাস না প্লিজ lyrics (Lyrics Of Voi Dekhas na Please)



Lyrics Of 'Voi Dekhas Na Please'

গানঃ ভয় দেখাস না প্লিজ
শিল্পিঃ সুনিধী চৌহান
সিনেমাঃ হাওয়া বদল
 _______________________________________________________________________________

ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দুচোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই।
এই শরীরটাই যা তুই চিনিস,
বাদবাকি আমি আনকোরাই
জোর করে তবু সই পাতাই
গল্প বানাই মন গড়াই
আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির, ছদ্মবেশ।
তোর কাঁধেতে বসে আর গান শোনাবো
পাই যদি আদেশ...

অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরব ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভূলে গেলে তুই
হাতরে ফিরবো, অন্ধকারের গান,
জমলে ধুলো গায়,
জোছোনায় করবো স্নান।
জমলে ধুলো
গায় জোছোনায়,
করবো স্নান।
তুই একফালি আকাশ
আমি ভূল করে ঢোকা একলা শঙ্খচিল
তুই আমার বাতাস
তবু ফিরতেই হবে বল দেখি মুশকিল
জানি ফেরার পরে তুই আমায়
হাটতে দেখলেও চিনবি না।
তোর দেওয়া এই ডাকনামে
ভূল করেও আর ডাকবি না।
শুধু কোন বাদলা দিনের ভোর
তোর স্বপ্নে ঊড়বে কাঁচপোকাদের ভুল
ঘুমে কাদবি তুই
আর বলবো আমি বদলানোর মাশুল।

অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরব ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভূলে গেলে তুই
হাতরে ফিরবো, অন্ধকারের গান,
জমলে ধুলো গায়,
জোছোনায় করবো স্নান
জমলে ধুলো
গায় জোছোনায়,
করবো স্নান।

ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দুচোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই।
 __________________________________________________________________________

 _______________________________________________________________