Showing posts with label Bengali (Arijit Singh). Show all posts
Showing posts with label Bengali (Arijit Singh). Show all posts

Friday, 5 April 2013

সাজনা (রিপ্রাইস) (Original Lyrics)

সাজনা (রিপ্রাইস)
By: Arijit Singh       From: Bojhena se bojhena

ধরা দিল কেউ অল্প চাওয়াতে
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
অকারনে আমি অল্প আঘাতে
              হচ্ছি অভিমানি।
কাচামিঠে আলো নাম কি জানি তার
বড় অগোছালো কাটছে দিন আমার
বেজে ওঠে মনে পিয়ানো গিটার
              হালকা ঘুমপাড়ানি
সে তো জল্পনাতে কল্পনাতে
থাকছে জড়িয়ে
আর একলা রাতের আস্কারাতেও
রাখছে জড়িয়ে
{সাজনা লাগেনা অব রুখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন}-২

{জোনাকি শুনছো নাকি
ওই জ্বলে নিভে বলে যায়
ডানাতে কেন মনখারাপ
লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়}-২
বলি বৃষ্টি দিনের অলক্ষুনে
ঝোড়ো হাওয়াকে
আর লালচে রাতের আসকারাতে
ভিজতে চাওয়াকে
{সাজনা লাগেনা অব রুখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন}-২
......{সাজনা লাগেনা অব রুখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন}-২